প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:30 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:04 PM

[১]চারঘাটে অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মেহেদী হাসান (রাজশাহী): [২] রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মুনসুর রহমান নামে এক কৃষকের প্রায় অর্ধশতাধিক আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মুনসুর রহমান বালাদিয়াড় গ্রামের মৃত আজাহার প্রামানিক ছেলে।

[৩] ভুক্তভোগী কৃষক মনসুর বলেন, তার বাড়ি কিছুটা দূরে ১০ কাঠা জমিতে আম বাগান তৈরি করেছে। মৌসুমে বাজারে আম বিক্রি করে বেপক মুনাফা পেত তিনি। পাঁচ বছর পূর্বে তিনি বিভিন্ন জাতের আম গাছের চারা রোপণ করেছিলেন।

[৪] সোমবার রাতের আঁধারে পুরো জমির প্রায় অর্ধশতাধিক আম গাছ দৃর্বৃত্তরা কেটে ফেলে যায়। [৬] এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গহন করা হবে।